বিদ্যালয়ের সম্পদ

১৯৮৬ সালে প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ ওবায়দুল্লাহ সাহেবের অক্লান্ত পরিশ্রমে  প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসা ১৫০ শতক জমির উপর প্রতিষ্ঠিত।  ৩টি দু’’তলা পাকা ইমারত ও ১টি একতলা ইমারতে ১৭টি কক্ষ আছে। ১১টি শ্রেনীকক্ষ, ১ টি অফিস কক্ষ, ১  টি নামাজ কক্ষ ও ২ টি আবাসিক কক্ষ আছে। তাছাড়া ১টি পুকুর, ১টি খেলার মাঠ, ২টি নলকূপ ও ৫ টি ল্যাট্রিন রয়েছে, মাদ্রাসার সামনে একটি সুন্দর খেলার মাঠ রয়েছে।